‘আ ডটার্স টেল’ ছাড়াও গত ১৬ বছরে বেশ ক’টি সিনেমায় উঠে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনচিত্র। ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। সেই অধ্যায়ের আপাতত অবসান ঘটলো ৫ আগস্ট। এরমধ্যে খবর মিলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নির্মাণ চলতি সিনেমাগুলোও বন্ধের পথে। তাই নয়, তার চরিত্রে অভিনয় করার কথা শিল্পীরাও নিজেদের প্রত্যাহারের খবর দিচ্ছেন জোরকণ্ঠে।
খালেদা জিয়াকে নিয়ে সিনেমা, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’
এমন পরিবেশের বিপরীতে এলো নতুন খবর। বিএনপি সরকার গঠন থেকে এখনও অনেক দূরে। তবে এরমধ্যেই দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা পরিচালক এম কে জামান। স্বল্প নয়, পূর্ণদৈর্ঘ্য। ছবিটির নাম ‘মাদার অব ডেমোক্রেসি’। ইতোমধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন পরিচালক এম কে জামান।
ছবিটি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। নির্মাতা জানান, ছবির পাণ্ডুলিপির কাজও শেষ! এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হচ্ছে।
নির্মাতা এ কে জামান জানান, ‘এটা সাম্প্রতিক সিদ্ধান্ত নয়। এই ছবি নিয়ে আমরা কাজ করছি অনেক দিন ধরে। এরমধ্যে ম্যাডামের (বেগম জিয়া) নানা তথ্য সংগ্রহ করেছি। জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি দেখতে হবে।’
সিনেমা নির্মাণের অনুমতি, অর্থায়ন, নাম, চিত্রনাট্য আর শুটিং ডেট চূড়ান্ত হলেও নির্মাতা পক্ষ এখনই প্রকাশ করছেন না খালেদা জিয়ার চরিত্রে কে অভিনয় করছেন!
- মোস্তফা সরয়ার ফারুকী ‘শনিবার বিকেল’ মুক্তি পাবে!
- ‘আয়নাঘর’-এ কেয়া পায়েল! মুক্তির অপেক্ষায়
- টলিউড থেকেও বাদ পড়লেন ফেরদৌস!
নির্মাতার ভাষ্যে, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা সিনেমা তো যাকে-তাকে নিয়ে করবো না। শুটিংয়ের আগে আগে সিনেমার কাস্টিং জানানো হবে।’
বলা দরকার, সিনেমাটি নির্মাণ প্রক্রিয়া অনেক আগে শুরু হলেও এটির নাম-পরিচয় পরিচালক সমিতিতে নিবন্ধন করা হয় ১৮ আগস্ট ২০২৪।
এদিকে একই দিন (১৮ আগস্ট), অপু বিশ্বাস জানান ১০০ টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হওয়া ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ছবিটির পরিচালক সালমান হায়দার। যাতে অপু বিশ্বাসকে দেখা যাওয়ার কথা ছিলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে।
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী বন্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও নির্মাতা শ্যাম বেনেগালসহ সংশ্লিষ্ট ১০ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান।
আগামী সাত দিনের মধ্যে সিনেমার বিতর্কিত অংশ বাতিল না করলে— তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়েছে।
শায়েশা থেকে যে কোন ড্রেস অর্ডার করলেই পাবেন ডিস্কাউন্ট!
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ গত ১৩ অক্টোবর বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।
বাংলাদেশ ৬০ ভাগ ও ভারত ৪০ ভাগ অর্থ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার এবং ৩ মে দ্বিতীয় পোস্টার রিলিজ করা হয়।
সিনেমাটির সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনায় ছিলেন রয়েছেন নীতিশ রায়।
ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব:একটি জাতির রূপকার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেসার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী সিনেমাটিতে অভিনয় করেছেন।
শেখ হাসিনার ভূমিকায় কাজ করতে গিয়ে তার সম্পর্কে বিস্তরভাবে জেনেছেন নুসরাত ফারিয়া। সেই সুবাদেই বললেন, ‘এই সিনেমার একটা অংশ হতে পারাই আমার জীবনের অন্যতম বড় অর্জন। বিশেষ করে আমাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে, আমি মনে করি আমি অনেক ভাগ্যবান। পরে কী হবে জানি না, তবে এর আগে তার (শেখ হাসিনা) চরিত্র কখনও কেউ পর্দায় করেনি। কাজ করার সময় আমার মনে হয়েছিল, আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। তার সরলতা, তার মিষ্টিভাব, তার ইনোসেন্স, পরিবারের প্রতি ভালোবাসা, সব কিছু মিলিয়ে প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে।’
আরিফিন শুভর মতে, তার অভিনয় জীবনের সেরা এক চরিত্র শেখ মুজিবুর রহমান। অনেক আবেগের নামও তার কাছে। তাই এখানে টাকাটা মুখ্য নয়।
মূলত এমন অনুভূতি থেকেই মাত্র এক টাকার বিনিময়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর সেই পারিশ্রমিক পাওয়া এক টাকার চেকের ছবিও তিনি প্রকাশ করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। যথারীতি চেকটি এখন ভাইরাল!
আরিফিন শুভ ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় মাত্র ১ টাকার বিনিময়ে অভিনয় করলেও সদ্য বিদায়ী বছরের শেষ প্রান্তে যেন তারই প্রতিদান ঘরে তুললেন শুভ। জানা গেছে, সংরক্ষিত কোটায় রাজউকের ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছেন এই অভিনেতা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।