শোবিজে শক্ত অবস্থান গড়তে হলে নানা কুপ্রস্তাবের সম্মুখীন হতে হয় অভিনেত্রীদের। কেউ ক্যারিয়ার গড়ার লোভে পড়ে সেদিকে গা ভাসায়। কেউবা আবার প্রতিবাদ করে কিংবা কুপ্রস্তাবে রাজি হয় না। এবার কুপ্রস্তাব নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী এনা সাহা।
টলিপাড়ার এই মিষ্টি দেখতে অভিনেত্রী এখন নামী প্রযোজকও। প্রেম-ভালোবাসা কিংবা বিয়ে নয়, বরং এনা এখন নিজের কেরিয়ারের ওপর বেশি ফোকাস করেছেন। পাশাপাশি এনা নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।
কুপ্রস্তাব দিয়ে অভিনেত্রী এনা সাহাকে রাস্তায় ছুঁড়ে ফেলে গেছে পরিচালক
জানা গেছে, একবার তাকে ড্রাইভে নিয়ে গাড়ির মধ্যে কুপ্রস্তাব দিয়েছিলেন এক নির্মাতা। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গাড়ি থেকে নামিয়ে এক ফাঁকা রাস্তায় ফেলে যান নির্মাতা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন ভয়াবহ ঘটনারই বর্ণনা দিলেন এনা। তিনি বলেন, ১৭ বছর বয়সে ছবিতে নায়িকা হয়েছি। তার পরেই এক পরিচালক আমাকে ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেন। যেহেতু খুব অল্প বয়সে কাজ শুরু করি, তাই অনেক ক্ষেত্রেই কারোর গাড়িতে উঠি, তবে অন্যরকম কিছু ভাবতেই পারিনি। তাই ড্রাইভে যাওয়ার প্রস্তাব পেয়ে না করিনি।
তবে অন্যরকম কিছু হতে পারে সেটা কখনও ভাবিনি। সেদিনও ড্রাইভে যাওয়ার প্রস্তাব পেয়ে না করিনি। কিন্তু তারপর গাড়ির মধ্যে নির্মাতা এমন কিছু করার প্রস্তাব দেন, যাতে আমি রাজি না হওয়ায় রেগে যান তিনি। এরপর আমাকে রাজারহাটে একটা ফাঁকা রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেন।
এনা জানিয়ছেন, এই ঘটনাটা তাঁর সঙ্গে ঘটেছিল ১০ বছর আগে। রাজারহাটের এক রাস্তায়। শুরুর দিকে অবশ্য এই বিষয়গুলিতে এনা খুবই ভয় পেতেন বলে জানিয়েছেন। তবে এসব অভিযোগের মাঝেও বিস্ফোরক মন্তব্য করেছেন এনা সাহা। তাঁর কথায়, টলিপাড়ায় ১০জন মেয়েকে এধরনের প্রস্তাব দিলে ৩ জন মেয়ে হ্য়াঁ বলেন, ৭ জন না বলেন। অথচ হয়ত ওই ৭ জনই বেশি যোগ্য। এনার তাই প্রশ্ন, ‘পুরুষদের কু-প্রস্তাব নিয়ে কথা হচ্ছে, অথচ যে মেয়েরা কাজ পাওয়ার নামে কম্প্রোমাইজের রাস্তা বেছে নিয়েছেন, তাঁদের সেই পদক্ষেপের বিষয়টা কে সামনে আনবেন? এই ইন্ডাস্ট্রিতে লোকজন খুবই টক্সিক’ বলে মন্তব্য করেন এনা।
- তনুশ্রী দত্তকে শর্ট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন..
- খালেদা জিয়ার জীবন নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা!
- জেমসের গানে ‘শহীদ জিয়া’ বিতর্ক!
তিনি আরও বলেন, শুধু সেদিন নয়, এর আগেও বহুদিন এমন হয়েছে। তখন খারাপ লেগেছে। শুরুর দিকে খুব ভয় পেতাম। কারও প্রস্তাবে ‘না’ বলে দিলে হয়তো আর কাজ পাব না। সেই ভয়টা ঘিরে ধরত। আজকে এত বছর পর নিজের প্রযোজনা সংস্থা হয়েছে বলেই হয়তো মন খুলে কথা বলছি।
২০১৮ সালে নিজের প্রযোজনা সংস্থা তৈরির কথা ভাবতে হয়েছিল, কারণ নিজের শর্তে কাজ করতে চাইছিলাম। ভালো কাজ পেতে হলে কম্প্রোমাইজ করতে হবে, এরকম বহু সময় বুঝিয়ে দেওয়া হয়। সেটা একটা সময়ের পর আর মানিয়ে নিতে পারিনি।
এনা বলেন, ইন্ডাস্ট্রিতে পা রাখার পর বেশ কিছু ভালো ছবি করেছি। কিন্তু ২০১৭ নাগাদ আর ভালো কাজ পাচ্ছিলাম না। সেই সময়ে শুধু উপার্জনের জন্য, আমাকে বেশ কয়েকটা বি গ্রেড কাজ করতে হয়েছিল।
বেশিরভাগ সময়ই নানা কারণে আলোচনায় থাকেন এনা। বিশেষ করে নিজের খোলামেলা পোশাক ও সাহসী অবতারের কারণে খবরের শিরোনামে হন তিনি। তবে অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সরব এই অভিনেত্রী।
প্রসঙ্গত, বর্তমানে আরজি কর কাণ্ডে উত্তাল ভারত। বলিউড থেকে টালিউড নারী নির্যাতন নিয়ে সোচ্চার সবাই। এসবের মাঝে টালিউডেও উঠে আসছে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ। বিষয়টি নিয়ে ইতোমধ্যে কথা বলতে শুরু করেছেন অনেক অভিনেত্রীই। তাই এবার নিশ্চুপ না থেকে মুখ খুললেন এনা।
যৌন হেনস্থার ঘটনায় ইতিমধ্যেই পরিচালক অরিন্দম শীলকে অনির্দিষ্ট কালের জন্য বরখাস্ত করেছে ডিরেক্টরস গিল্ড।
কিছুদিন আগে যৌন হেনস্তার বিচার চাইলেন ঋতাভরী
বেশ ছোটবেলায় টলিউডে পা রাখেন ঋতা। সেই সুবাদে অনেকেরই মুখ এবং মুখোশের পার্থক্য সহজে ধরতে পারেন অভিনেত্রী। আর সেই নিয়েই এবার পোস্ট করলেন সোশ্যাল হ্যান্ডেলে।
আরজি কর-কাণ্ডের ঘটনার পর হেমা কমিশনের রিপোর্টে উঠে এসেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যেওন হেনস্তার একের পর এক অধ্যায়। গত দুদিন ধরে মালায়লাম ইন্ডাস্ট্রির নানা ভয়ংকর ঘটনা, অভিনেত্রীদের সঙ্গে যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসছে। যেগুলো বেশ নাড়া দিয়েছে টলিউড ইন্ডাস্ট্রিকেও। এর মধ্যে টলিউডের শ্রীলেখা মিত্রর অভিযোগে মালায়লাম পরিচালক রনজিৎ কেরালা চলচ্চিত্রের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন।
শায়েশা থেকে যে কোন ড্রেস অর্ডার করলেই পাবেন ডিস্কাউন্ট!
মালায়লাম ইন্ডাস্ট্রি ঘিরে যখন যখন টলিপাড়ার চোখ টান টান তখনই অভিনেত্রী শ্রীলেখা মিত্র পুলিশের কাছে অভিযোগ করেছেন মালয়ালম এক পরিচালকের বিরুদ্ধে। এরইমধ্যে দক্ষিণী অভিনেত্রী মিনু মুনীর অভিযোগ সামনে এনেছেন তিন অভিনেতার বিরুদ্ধে। এবার টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও আওয়াজ তুলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায় কাছে দাবি জানিয়েছেন যৌন হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার। বিচার দাবি করলেন। দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট।
বিনোদনের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ পেতে ফলো করুন আমাদের Facebook পেজ।