Dhallywood News

  • Home
  • Blog
  • বলিউড তারকা মালাইকা অরোরার বাবা আত্মহত্যা করেছেন
Image

বলিউড তারকা মালাইকা অরোরার বাবা আত্মহত্যা করেছেন

বড় অঘটন মালাইকা অরোরার পরিবারে। বুধবার সকালে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী, মডেল মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। জানা যাচ্ছে, মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল মুম্বই পুলিশ। অনিল অরোরার দেহ এখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মালাইকা অরোরার পরিবারে অঘটন, বাবা অনিলের চরম পদক্ষেপ!

আজ বুধবার সকাল ৯টা নাগাদ মুম্বাইয়ের বান্দ্রার একটি বহুতল ভবনের নিজের ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন অনিল অরোরা। জানা গেছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। অনিল অরোরার আত্মহত্যার খবর জানতে পেরেই মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনিই সকলের আগে ঘটনাস্থলে পৌঁছন। তবে অনিল অরোরা কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে ব্যাপারে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। পুলিশ এখন এই আত্মহত্যা মামলার তদন্ত শুরু করেছে।

বলিউড তারকা মালাইকা অরোরার বাবা আত্মহত্যা করেছেন
বলিউড তারকা মালাইকা অরোরার বাবা আত্মহত্যা করেছেন 4

ঘটনা নিয়ে এখনও মালাইকা এবং তাঁর বোন অমৃতা অরোরা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মালাইকা এই মুহূর্তে পুণেয় রয়েছেন। বাবার মৃত্যুর খবর পেয়েই তিনি সেখান থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে। অভিনেত্রীর বাবার বাড়িতে রয়েছেন আরবাজ়। পুলিশ অনিলের মরদেহ আপাতত বাবা হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে বলে জানা যাচ্ছে।

পুলিশ এখন এ আবাসনটিকে ঘিরে রেখেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, সাততলা থেকে ঝাঁপ দিয়েছেন মালাইকার বাবা। ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন পুনেতে।

বলিউড তারকা মালাইকা অরোরার বাবা আত্মহত্যা করেছেন
বলিউড তারকা মালাইকা অরোরার বাবা আত্মহত্যা করেছেন 5

২০২২ সালে, মালাইকা একটি সাক্ষাৎকারে তাঁর ভাষায় ‘আশ্চর্যজনক’ শৈশব এবং জীবনের প্রথম বছরগুলোতে কীভাবে তিনি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন, সে সম্পর্কে কথা বলেছিলেন। তিনি স্মৃতিচারণা করেছিলেন, কীভাবে তাঁর যখন মাত্র ১১ বছর বয়স, তখন তাঁর বাবা-মা অনিল অরোরা ও জয়েস পলিকার্পের বিবাহবিচ্ছেদ হয়েছিল। মা জোসির কাছেই বড় হন মালাইকা ও অমৃতা। তবে বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। উৎসবে, বিশেষ দিনে মালাইকা দেখাও করতেন বাবার সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই বাবার সঙ্গে ছবি শেয়ার করতেন অভিনেত্রী। অনিল অরোরা ভারতীয় নৌবাহিনীতে কাজ করতেন বলে জানা গেছে।

মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ভারতীয় নৌ-সেনায় কর্মরত ছিলেন অভিনেত্রীর বাবা। দুই মেয়ে বিনোদন জগতের অন্যতম মুখ হলেও, নিজে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন মালাইকার বাবা। হিন্দু পঞ্জাবি পরিবারে জন্মেছিলেন অনিল অরোরা। ভারতের সীমান্তে ফজ়িলকায় তাঁর আদি বাড়ি। খ্রিষ্টান মালয়লি পরিবারের মহিলা জয়েস পলিক্র্যাপকে বিয়ে করেছিলেন তিনি।

বলিউড তারকা মালাইকা অরোরার বাবা আত্মহত্যা করেছেন
বলিউড তারকা মালাইকা অরোরার বাবা আত্মহত্যা করেছেন 6

উল্লেখ্য, গত মঙ্গলবার মালাইকার একটি পোস্ট ঘিরে বেশ আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি লিখেছিলেন, ‘যাঁরা আপনার খুশি দেখে খুশি হন এবং আপনার দুঃখে দুঃখিত হন, তাঁদের সব সময় খেয়াল রাখবেন। এঁদের সত্যিই হৃদয়ের বিশেষ জায়গায় রাখা উচিত।’ কয়েক মাস আগে তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়েছে অর্জুন কাপুরের। নেটাগরিকদের ধারণা, সেই বিচ্ছেদের পর থেকেই একের পরে এক রহস্যময় পোস্ট করছেন অভিনেত্রী।

কয়েক মাস আগেই অর্জুনের কপূরের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী মালাইকা অরোরা। সম্পর্কে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি মালাইকা বা অর্জুন, কেউই। কিন্তু দু’জনেরই এক ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবর নিশ্চিত করেছিলেন। এর মধ্যেই মালাইকা নতুন জল্পনা উসকে দিলেন। অভিনেত্রীর পোস্টে ধরা পড়ল এক অপরিচিত পুরুষের অবয়ব।

শায়েশা থেকে যে কোন ড্রেস অর্ডার করলেই পাবেন ডিস্কাউন্ট!

মালাইকা এই মুহূর্তে স্পেনে ছুটি কাটাচ্ছেন। তাঁর বিকিনি পরা ছবি নেটদুনিয়ার উষ্ণতা বাড়িয়েছে। এ বার মালাইকার ইনস্টাগ্রাম স্টোরিতে ধরা পড়ল স্পেনের খাবার-সহ নানা মুহূর্ত। কিন্তু সেই ছবিগুলির মাঝেই নেটাগরিকের নজর কেড়েছে এক অপরিচিত পুরুষের অবয়ব। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, মালাইকার পোস্টে কে এই রহস্যময় পুরুষ?

অম্বানীদের বিয়েতে দেখা যায়নি মালাইকাকে। অন্য দিকে, সেই বিয়েতে মন খুলে নাচতে দেখা গিয়েছে অর্জুন কপূরকে। যদিও অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টকে সমাজমাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই সময়েই ছুটি কাটাতে তিনি উড়ে গিয়েছিলেন স্পেনে। কিন্তু কার সঙ্গে গিয়েছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। তাই আপাতত, বি-টাউনে জল্পনা শুরু হয়েছে মালাইকার নতুন প্রেম নিয়ে।

বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবই পরিচিত ছিলেন অর্জুন ও মালাইকা। তাঁদের বিচ্ছেদে তাই অবাক তাঁদের অনুরাগীরাও। তারকা জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, মালাইকা ও অর্জুন পরস্পরকে বরাবর সম্মান করেই এসেছেন। আগামীতেও সম্পর্ক টিকিয়ে না রাখলেও বন্ধুত্ব ও সৌজন্যের সম্পর্ক বজায় থাকবে দু’জনের মধ্যে।

বিনোদনের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ পেতে ফলো করুন আমাদের Facebook পেজ।

Releated Posts

জিৎ-রাজকে নিয়ে রাফীর ‘লায়ন’-এ ‘তুফান’ সংযোগ

রাজনৈতিক অস্থিরতায় দেশ যখন প্রায় লন্ডভন্ড, তখনই ঈদ ব্লকবাস্টার ‘তুফান’র জোরটাও কমে এলো। এর মধ্যেই বৈষম্যবিরোধী আন্দোলনে জন্ম…

ByByGazi ShajahanOct 3, 2024

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে ফাঁকা রাস্তায় ফেলে যান নির্মাতা

শোবিজে শক্ত অবস্থান গড়তে হলে নানা কুপ্রস্তাবের সম্মুখীন হতে হয় অভিনেত্রীদের। কেউ ক্যারিয়ার গড়ার লোভে পড়ে সেদিকে গা…

ByByGazi ShajahanSep 17, 2024

যে ৭ কারণে সারাদেশে ঝড় তুলল ‘তুফান’ সিনেমা

‘তুফান’ মুক্তির আগে যে পূর্বাভাস ছিল, তাতে বক্স অফিসে ‘ঝড়’ অবধারিতই ছিল। তারপরও সংশয় তো থাকেই, সব পূর্বানুমান…

ByBydhallywoodnews.comJun 24, 2024

ধনী হবার সহজ উপায়

ধনী হওয়া জন্য আপনি যে অবস্থান থেকেই উঠে আসেন না কেন, সেটা বিষয় নয়। সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের…

ByByDhallywood NewsJun 2, 2024

Leave a Reply