Dhallywood News

Image

জিৎ-রাজকে নিয়ে রাফীর ‘লায়ন’-এ ‘তুফান’ সংযোগ

রাজনৈতিক অস্থিরতায় দেশ যখন প্রায় লন্ডভন্ড, তখনই ঈদ ব্লকবাস্টার ‘তুফান’র জোরটাও কমে এলো। এর মধ্যেই বৈষম্যবিরোধী আন্দোলনে জন্ম হলো নতুন এক বাংলাদেশ। সে সময়ে ‘তুফান’কে হল থেকে নামিয়ে দেয়া হয় এবং পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হয়।

সিনেপ্রেমীদের মনে শাকিব খান-এর ‘তুফান’ চরিত্রের দ্বিতীয় কিস্তির জন্য প্রচণ্ড ক্ষুধা এখন। খান-সেনাদের মন সারাক্ষণ উচাটন, নির্মাতা রাফী কখন দেবেন দ্বিতীয় কিস্তির শুটিং-বার্তা। না। সেদিকে হাঁটছেনই না এই নির্মাতা। বরং ভক্তদের তীক্ষ্ণ দৃষ্টি সরাতে ৩০ সেপ্টেম্বর ওটিটি মাধ্যমে ছড়ালেন সিনেমা ‘মায়া’, ৪ অক্টোবর শোনাবেন ‘ব্ল্যাক মানি’ সিরিজের গল্প। যেন শাকিব অনুসারীদের ঘুম পাড়ানোর জন্য ‘আয় আয় চাঁদ মামা’ আওড়াচ্ছেন নির্মাতা!

জিতের সঙ্গে রাফীর হাত মেলানোর গল্প!

এর মধ্যে দু’দিন ধরে কলকাতা থেকে ঢাকাই মিডিয়ায় উড়ে এলো টলিউড তারকা জিতের সঙ্গে রাফীর হাত মেলানোর গল্প! গুঞ্জনে সবাই ফিসফাসফিস করছিল, টলিউডে জিতের সঙ্গে করমর্দন করেছেন ঢালিউডের ট্রাম্পকার্ড রায়হান রাফী। সঙ্গে আছেন ঢাকার ভার্সেটাইল অভিনেতা চঞ্চল চৌধুরী! তারা মিলে নির্মাণ করতে যাচ্ছেন যৌথ প্রযোজনার সিনেমা ‘লায়ন’। কিন্তু এ বিষয়ে দুই বাংলার কেউই ঠিকঠাক মুখ খুলছিলেন না। ফাঁকে ঘুম তো পরের কথা, ‘তুফান’ শিবিরে টর্নেডো বইছে!

'তুফান' সিনেমার দৃশ্য
জিৎ-রাজকে নিয়ে রাফীর ‘লায়ন’-এ ‘তুফান’ সংযোগ 5

অবশেষে ১ অক্টোবর রাতে ডিমের খোলস ভাঙলেন রায়হান রাফী। জানালেন মূল খবর। বললেন তার লক্ষ্যের কথা। যে লক্ষ্যের গভীরতা যেমন অতলে, দৈর্ঘ্যেও প্রায় সীমাহীন। তার এই স্বপ্নিল জার্নিতে সঙ্গে রেখেছেন ‘তুফান’ এবং ‘লায়ন’। তার আগে জেনে নেওয়া যাক, ‘লায়ন’ গুঞ্জন প্রসঙ্গে।

রাফী বলেন, ‘‘আমার পরের সিনেমা, অর্থাৎ আসছে রোজার ঈদের জন্য নির্মাণ করছি ‘লায়ন’। নায়ক থাকছেন দুজন। একজন টলিউডের জিৎ, অন্যজন ঢালিউডের রাজ। বাকি সব গুঞ্জন।’’

ঢালিউডের রাজ মানে? শাকিব খান নয়তো! তবে কি ‘তুফান’ আর ‘লায়ন’-এ মহাযুদ্ধ হবে দুই বাংলার পর্দায়? জবাবে মৃদু হাসলেন রাফী। জানালেন, ‘‘যুদ্ধ হবে। তবে এখনই নয়। রাজ হয়ে উঠতে শরিফুল রাজকে আরেকটু সময় দিতে হবে। ‘লায়ন’ সেই সময়ের অনেকটাজুড়ে থাকছে। রাজকে নিয়ে ‘পরাণ’ ও ‘দামাল’ করার পর আমি লম্বা সময় নিয়েছি। চেয়েছি ওকে নিয়ে একটা তুমুল অ্যাকশন ছবি বানানোর। ‘লায়ন’ সেই ছবিটি। এখানে জিৎ ও রাজ পাল্লা দিয়ে কাজ করবে।’’

জিৎ-রাজকে নিয়ে রাফীর ‘লায়ন’-এ ‘তুফান’ সংযোগ
জিৎ-রাজকে নিয়ে রাফীর ‘লায়ন’-এ ‘তুফান’ সংযোগ 6

রাফী নিশ্চিত করেন, ‘লায়ন’ নায়ক-ভিলেনের ছবি নয়। এখানে জিৎ-রাজ দুজনেই সমান্তরাল নায়করূপে থাকছেন। নির্মাতা আরও জানান, দুই নায়ক দুই ইন্ডাস্ট্রির হলেও নায়িকারা থাকছেন ঢালিউড থেকে। সেটিও শিগগিরই জানান দেবে নির্মাণ পক্ষ। কারণ, ডিসেম্বরে ‘লায়ন’ নামছে শুটিং মাঠে, যা চূড়ান্ত।

ছবিটির প্রযোজনায় ভারত থেকে থাকছে স্যাডো ফিল্মস। বাংলাদেশ থেকে থাকছে আরও দুটি প্রোডাকশন হাউজ। সেই মোতাবেক এই ছবির বাজেট ছাড়াবে ‘তুফান’কেও।

নির্মাতা দিলেন ‘লায়ন’ গল্পের প্লট আর ছবিটি নিয়ে স্বপ্নের বার্তা। রাফীর ভাষায়, ‘নাম অনুমানে ছবিটির শুটিং যদিও বনে হওয়ার কথা, কিন্তু টপ সিক্রেট একটি কথা জানাই, এই ছবির বেশিরভাগ শুটিং হবে উত্তাল সাগরের বুকে। এর বাইরে গল্প নিয়ে আর কিছু বলবো না। হুম, এটা অ্যাকশন জনরার সিনেমা। তুমুল অ্যাকশন। যে মানের ও মাপের অ্যাকশন বাংলাদেশের সিনেমায় আগে আর হয়নি। আমি এবার সেটাই করে দেখাতে চাই। বাকিটা সময়ের ওপর।’

জিৎ-রাজকে নিয়ে রাফীর ‘লায়ন’-এ ‘তুফান’ সংযোগ
জিৎ-রাজকে নিয়ে রাফীর ‘লায়ন’-এ ‘তুফান’ সংযোগ 7

‘লায়ন’ নিয়ে রায়হান রাফীর এই অ্যাডভেঞ্চারের গল্প শাকিব ভক্তদের জন্য মোটেও স্বস্তিকর নয়। কারণ প্রচলিত রয়েছে নির্মাতা হিসেবে তার চূড়ান্ত মজবুত ভিত্তিটা গড়েছেন শাকিব খানই। একই প্রবাদ রয়েছে নির্মাতার তরফেও! কথা ছিল, রোজার ঈদকে লক্ষ্য করে দ্রুত সময়ের মধ্যে হবে ‘তুফান ২’-এর শুটিং। তাছাড়া, শেষ দৃশ্যে বেঁচে যাওয়া ‘তুফান’-এর পরের অধ্যায়টি জানারও তুমুল কৌতূহল তৈরি করেছেন রাফী। এমন পরিস্থিতিতে ‘লায়ন’-এর গল্প কতোটা স্বস্তিকর? তবে কি ‘তুফান’ অধ্যায়ের ইতি টেনেছেন?

শায়েশা থেকে যে কোন ড্রেস অর্ডার করলেই পাবেন ডিস্কাউন্ট!

রায়হান রাফী এবার একটু নিজেকে খুলে বসেছেন। যেন ভেতরে জমে থাকা স্বপ্নগুলো মেলে ধরেছেন, নিজেকে নির্ভার করতে। তার ভাষায়, ‘‘দেখুন, ‘লায়ন’ কিন্তু একটা সিঙ্গেল ছবি না। এটাকে আমি অ্যাকশন সিরিজ বা ফ্র্যাঞ্চাইজি সিনেমা হিসেবে দাঁড় করাতে চাই। এখনই আমার পরিকল্পনা রয়েছে এটির তিনটি পার্ট করার। আমার কাছে গল্পটাও তৈরি করা। পরিকল্পনাও তৈরি আছে। চরিত্রটিকে একটা আন্তর্জাতিক রূপ দিতে চাই। কারণ শুধু আমাদের বাজার ও বাজেট নিয়ে ভাবলে আর হবে না। আমি বাংলাদেশ-পশ্চিমবঙ্গসহ পুরো দুনিয়াটাকে যখন বাজার হিসেবে ভাববো, তখনই আমার সিনেমাটা বড় হতে থাকবে। বাজেটও বড় হবে। মানও গ্লোবাল হবে। দিনশেষে লাভ কিন্তু বাংলাদেশেরই। কারণ আমি মঙ্গলগ্রহে চলে গেলেও দেশ আমার বাংলাদেশই থাকবে। ফলে আমি আসলে গ্লোবালি ভাবতে চাই সিনেমাটাকে। সেই লক্ষ্যেই ‘লায়ন’ ফ্র্যাঞ্চাইজিতে হাত দেওয়া।’’

জিৎ-রাজকে নিয়ে রাফীর ‘লায়ন’-এ ‘তুফান’ সংযোগ
জিৎ-রাজকে নিয়ে রাফীর ‘লায়ন’-এ ‘তুফান’ সংযোগ 8

কিন্তু এই মন্তব্যে শেষ ব্লকবাস্টার ‘তুফান’ কিংবা ঢাকার শাকিব খান কোথায়? সোজা ভাষায় ‘তুফান ২’ আসবে কবে? হবে তো! এবার আশ্বস্ত করলেন রায়হান রাফী। বললেন আরও ভেতরের কথা, ‘‘যদি বলি লায়ন চরিত্রটি সৃষ্টি করছি তুফানের জন্য, তাহলে ভুল বলা হবে না। আগেই বলেছি, আমার পরিকল্পনাটা এখন আর লোকালে নেই, পুরোটাই গ্লোবাল। তুফান চরিত্রটি এর মধ্যে দাঁড়ালো। এবার ‘লায়ন’ সৃষ্টির চেষ্টা করছি।

এরপর আবার তুফান, এরপর আবার লায়ন। এভাবে এগোতে থাকবো। আমার লক্ষ্য তুফান ও লায়ন- এই দুটো চরিত্রকে একটা সময়ে গিয়ে একই সিনেমায় মুখোমুখি বা পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া। এর জন্য দুটো চরিত্রকেই গ্লোবাল ও ফ্র্যাঞ্চাইজি ফরমেটে দাঁড় করাতে হবে। দম থাকলে আমি সেই চেষ্টা অব্যাহত রাখবো। সে জন্যই বলছি, ‘তুফান ২’ ‘লায়ন’ মুক্তির আগে নয়, পরে। এই দুটো চরিত্র আমি টানতে চাই বহুদূর। যতদূর আমি এখনও দেখতে পাই না ঠিক।’’

বলা দরকার, ‘লায়ন’র আগে ‘ব্ল্যাক মানি’ নামের ওয়েব সিরিজ নির্মাণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন নির্মাতা। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর মুক্তি পেলো তার ওয়েব সিনেমা ‘মায়া’।

এর আগে সিনেমা বানিয়েছেন ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’। প্রশংসিত ‘দামাল’ ছাড়া বাকি সবগুলো ছবি সুপারহিট। এর ফাঁকে ওটিটি কনটেন্ট বানিয়েও সমান করতালি পেয়েছেন রাফী। যে তালিকায় রয়েছে ‘ফ্রাইডে’, ‘নিঃশ্বাস’, ‘৭ নম্বর ফ্লোর’, ‘টান’. ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’, ‘জানোয়ার’, ‘মায়া’ প্রভৃতি।

বিনোদনের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ পেতে ফলো করুন আমাদের Facebook পেজ।

Releated Posts

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে ফাঁকা রাস্তায় ফেলে যান নির্মাতা

শোবিজে শক্ত অবস্থান গড়তে হলে নানা কুপ্রস্তাবের সম্মুখীন হতে হয় অভিনেত্রীদের। কেউ ক্যারিয়ার গড়ার লোভে পড়ে সেদিকে গা…

ByByGazi ShajahanSep 17, 2024

খালেদা জিয়ার জীবন নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা!

‘আ ডটার্স টেল’ ছাড়াও গত ১৬ বছরে বেশ ক’টি সিনেমায় উঠে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনচিত্র। ১৩…

ByByGazi ShajahanAug 20, 2024

টলিউড থেকেও বাদ পড়লেন ফেরদৌস!

বৈষম্যবিরোধী বিপ্লবের জেরে টলিউডের ‘মীর জাফর: চ্যাপ্টার টু’ সিনেমা থেকে বাদ পড়লেন ঢাকার প্রাক্তন এমপি চিত্রনায়ক ফেরদৌস। খবরটি…

ByBydhallywoodnews.comAug 19, 2024

মোস্তফা সরয়ার ফারুকী ‘শনিবার বিকেল’ মুক্তি পাবে!

সেন্সর বোর্ড নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর এই প্রতিক্রিয়া এটুকু স্পষ্ট, তিনি বিষয়টি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

ByBydhallywoodnews.comAug 19, 2024

Leave a Reply