জাজ মাল্টিমিডিয়ার “ভালোবাসার রঙ” সিনেমার মাধ্যমেই নায়িকা হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন মাহিয়া মাহি। এরপর জাজের অগ্নি, অগ্নি-২, রোমিও জুলিয়েট, পোড়ামন সহ বেশ কয়েকটি হিট সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে।
সেসময় ঢালিউডে জনপ্রিয়তার তুঙ্গে ছিল মাহি ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের প্রেমের ‘গুঞ্জন’। সময়ের ব্যবধানে মাহিয়া মাহি ও আজিজ দু’জন হেটেছেন দুজনের পথে। জাজের সিনেমায় আর কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে। গুঞ্জন উঠেছিল, আজিজের সঙ্গে সম্পর্কে ভাঙনের পরই জাজের ঘরে আর ফেরত যাননি মাহিকে।
মাহিয়া মাহি ও আজিজ
সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ বলেন, ‘মাহি যখন জাজের সঙ্গে ছিল আমি তাকে দুইটা গাড়ি ও একটা ফ্লাট কিনে দিয়েছিলাম।’
আব্দুল আজিজ বলেন, ‘একজন ভালো মানুষই একজন ভালো প্রেমিক হতে পারে। আমি মনে করি, একজন মেয়ের গায়ে কখনো হাত দেওয়া যাবে না। তাদেরকে মারধর করা যাবে না। যতোই অন্যায় করুক।’
২০১৫ সালে ঢাকঢোল পিটিয়ে সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল মাহিকে। তারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে।
প্রসঙ্গত, চিত্রনায়িকা মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। দুটি সিনেমাই নারীকেন্দ্রিক। এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে। দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভক্তদের কাছে মাহি পরিচিতি পান ‘অগ্নিকন্যা’ হিসেবে। এই দুটি সিনেমাই জাজের ব্যানারে নির্মিত হয়েছিল। এরপরই আজিজ ও মাহির প্রেমের গুঞ্জন শোনা যায় চারিদিকে।
খাওয়াতে আমি সব কিছুই ভালোবাসি, আপনি যেটা খেতে চাইবেন সেটাই খাওয়াবো
২০২৪ জাতীয় নির্বাচনে বিপুল ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে পরাজয় হয়েছিল মাহিয়া মাহির।
রাজশাহী-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহি পেয়েছিল মাত্র ৯ হাজার ৯ ভোট। এখই আসন থেকে ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছিল নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তার নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছিল ৯২ হাজার ৪১৯ ভোট।
চিত্রনায়িকা মাহিয়া মাহি নির্বাচলের আগে কথা দিয়েছিলেন, ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি ভোটের পরদিন পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেবো, আমি তাদের সঙ্গে আছি।
তিনি আরও বলেছিলেন, এটা আমার প্রথম নির্বাচন। অন্যদের মতো আমি একদম পুরোদস্তুর রাজনীতিবিদ না। অনেকেই আমার বয়সের আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের কার্যক্রম যতটা মসৃণ হবে, সেখানে আমার তো একটু ঘাটতি থাকবেই। তবে ওভারঅল সবকিছু ভালোই আছে।
নির্বাচনে হেরে গেলেও অংশগ্রহণকে নিজের অন্যতম অর্জন দাবি করে ভোটের দিন সকালে মাহি বলেন, পাস করি, আর ফেল করি এখন এটা আমার কাছে বড় বিষয় না। তবে আমি মানুষের এত কাছাকাছি গিয়েছি, এত বয়স্ক মানুষের দোয়া পেয়েছি যা বলার মতো নয়। প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এবং অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষের কষ্টের কথাগুলো শুনেছি। এর থেকে অনেক কিছু শেখার আছে। তাদের জন্য আমার অনেক করণীয় আছে।
জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে সিনেমা থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে ঈদের সিনেমা দিয়ে অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে শাকিবের বাবার চরিত্রে ছিলেন তারিক আনাম খান। প্রেক্ষাগৃহে দর্শকদের চমকে দিতে মাহিকে শাকিবের মায়ের চরিত্রে উপস্থাপন করা হয়েছে।
জানা গেছে, রাঙামাটির সাজেকের লোকেশনে এই ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন মাহিয়া মাহি। একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। ছবিটি দেশের পাশাপাশি আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যে মুক্তি দেওয়া হয়। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।
হিমেল আশরাফ পরিচালিত প্রথম চলচ্চিত্র সুলতানা বিবিয়ানা। ২০১৭ সালে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাপ্পি-আঁচল অভিনীত সিনেমাটি সেসময় ব্যবসার পাশাপাশি দর্শকদের কাছেও ব্যাপক প্রশংসিত হয়। এরপর দীর্ঘ বিরতি নিয়ে ২০২৩ সালে দ্বিতীয় সিনেমা প্রিয়তমা নির্মাণ করেন।
২০২৩ সালের কোরবানি ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা। আরশাদ আদনানের প্রযোজনায় রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ছবিটির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ। এই সিনেমার রেশ কাটতে না কাটতেই নির্মাতা শাকিব খান ও হলিউড অভিনেত্রী কোর্টনি কফিকে নিয়ে আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। সিনেমার নাম ‘রাজকুমার’। সিনেমাটি ২০২৪ সালে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়।