Dhallywood News

  • Home
  • ঢালিউড
  • তমা মির্জা ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠালেন
Image

তমা মির্জা ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠালেন

ঢালিউড নায়িকা তমা মির্জাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আইনি নোটিশ পেলেন নায়িকা মিষ্টি জান্নাত। বৃহস্পতিবার রেজিষ্ট্রি ডাক যোগে তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

কয়েক বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন তমা মির্জা। এই সময়ে তাঁর অভিনীত ছবির সংখ্যাও হাতে গোনা মাত্র কয়েকটি। যে কয়টি ছবিতে অভিনয় করেছেন, কোনোটি দিয়েই তিনি আলোচনায় আসতে পারেননি। সর্বশেষ অভিনয় করেছেন ‘সুড়ঙ্গ’ সিনেমায় কিন্তু সেই ছবির ট্রেইলারেও তাকে দেখানো হয়নি। এর মধ্যে তমা মির্জাকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করে বসেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। আপত্তিকর মন্তব্য শুনে বসে থাকেননি তমা। বৃহস্পতিবার (২৩-৫-২৪) সকালে রেজিস্ট্রি ডাক যোগে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন মিষ্টির জান্নাতের ঠিকানায়। তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

জনসম্মুখে ক্ষমা চাইতে মিষ্টিকে আইনি নোটিশ দিয়েছেন তমা তমা মির্জা

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠালেন তমা মির্জা

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। 

‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘চেটে চেটে নায়িকা হয়েছে তমা মীর্জা: জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

আইনি নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তমার উদ্দেশে মিষ্টির এমন আপত্তিকর মন্তব্যে তাঁর ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

সংবাদ মাধ্যম অনুযায়ী, ‘মানহানিকর মন্তব্য’ দেওয়ার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে (মিষ্টি জান্নাত) আইনি নোটিশ দিয়েছে নায়িকা মির্জা ফারজানা ইয়াসমিন তমা।

নোটিশে বলা হয়, এ সব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার (তমা মির্জার) সুনাম নষ্ট হয়েছে। এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠালেন তমা মির্জা

তাই নোটিশে সাত দিনের মর্ধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এদিকে এই নোটিশের জবাবে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মিষ্টি জান্নাত বলেছেন, ‘তমার পাঠানো নোটিশ আমি এখনো হাতে পাইনি। তবে বিভিন্ন গণমাধ্যমে খবরটা দেখেছি। আমার মনে হচ্ছে, কারো ইন্ধনেই তমা এই কাজটি করেছেন।’

তমার আইনি নোটিশের প্রেক্ষিতে মিষ্টি নিজেও বসে থাকবেন না বলে জানিয়েছেন। এই অভিনেত্রী বলেন, ‘আমি পরিষ্কার বলতে চাই, আমি কারো নাম উল্লেখ করিনি। উনি কেন গায়ে মাখলেন জানি না। এখন আমি পাল্টা আইনি ব্যবস্থা নেব। এরকম মিথ্যা নোটিশ দিয়ে হয়রানি করার মানে কি? এখন আমাকেও আইনের দ্বারস্থ হতে হবে।’

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠালেন তমা মির্জা

কয়েকদিন আগ থেকে ঢালিউডে আলোচনার টেবিলে উঠে এসেছে অভিনেতা শাকিব খানের তৃতীয় বিয়ে। শাকিবের ভাবী স্ত্রীর পরিচয় খুঁজতে গিয়ে সেই মুহূর্তে ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে গুঞ্জন শোনা যাচ্ছে শাকিবের ‘বউ টু বি’র নাম ডাক্তার মিষ্টি জান্নাত।

সেই ভিডিওর পর থেকে মিষ্টি জান্নাতের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললেও স্পষ্ট করে কিছু বলেননি অভিনেত্রী জান্নাত। তবে বিষয়টি গুজব হিসেবেই রাখতে চান তিনি। মিষ্টির এই মন্তব্যের পর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

এদিকে, মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকে। একাধিক জনের সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন রয়েছে এই অভিনেত্রীর। এসব গুজবের খোলামেলা জবাব দিয়েছেন অভিনেত্রী। এখন এই অভিনেত্রী বলেছেন যে তার শিক্ষক তাকে একটি খারাপ ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দিয়েছেন।

শাকিব খানকে নিয়ে এরই মধ্যে বেশ কয়েকবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মিষ্টি। তার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাসছে। এমনই একটি ভিডিওতে মিষ্টিকে বলতে শোনা যায়, আমার সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে। দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না। আমাকেতো সবাই এমন প্রস্তাব দেয়। শুধু কি মিডিয়ায়?

মিষ্টি জান্নাত খোলামেলাভাবে বলেন, ‘আমাকে একবার একজন মেডিকেল স্যার প্রস্তাব দিয়েছিলেন। খারাপ ভিডিও দেখায় এবং আমাকে অফার করে। কিন্তু আমি রাজি না হওয়ায় আমার পাস বিলম্বিত হয়। যেখানে মেডিকেল পাস করতে ৫ বছর লাগে, সেখানে আমার লেগেছে ৮ বছর। আমার এক বন্ধুকেও সেই ভিডিও দেখানো হয়েছিল। কারণ সেই বন্ধুটিও রাজি হয়নি, সেও দেরিতে পাস করেছে।’

প্রসঙ্গত, মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় মিষ্টি জান্নাত ক্যারিয়ার শুরু করেন। তারপর থেকে তিনি নিয়মিত কাজ করছেন। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ডেন্টিস্টও।

Releated Posts

জিৎ-রাজকে নিয়ে রাফীর ‘লায়ন’-এ ‘তুফান’ সংযোগ

রাজনৈতিক অস্থিরতায় দেশ যখন প্রায় লন্ডভন্ড, তখনই ঈদ ব্লকবাস্টার ‘তুফান’র জোরটাও কমে এলো। এর মধ্যেই বৈষম্যবিরোধী আন্দোলনে জন্ম…

ByByGazi ShajahanOct 3, 2024

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে ফাঁকা রাস্তায় ফেলে যান নির্মাতা

শোবিজে শক্ত অবস্থান গড়তে হলে নানা কুপ্রস্তাবের সম্মুখীন হতে হয় অভিনেত্রীদের। কেউ ক্যারিয়ার গড়ার লোভে পড়ে সেদিকে গা…

ByByGazi ShajahanSep 17, 2024

জেমসের গানে ‘শহীদ জিয়া’ বিতর্ক!

বলা হয়ে থাকে স্বাধীন বাংলাদেশ নিয়ে এর চেয়ে সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশাত্মবোধক গান আর সৃষ্টি হয়নি। যেটি হয়েছে…

ByByGazi ShajahanAug 21, 2024

খালেদা জিয়ার জীবন নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা!

‘আ ডটার্স টেল’ ছাড়াও গত ১৬ বছরে বেশ ক’টি সিনেমায় উঠে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনচিত্র। ১৩…

ByByGazi ShajahanAug 20, 2024
1 Comments Text
  • kaztrubstroy.ru says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Ежегодно мы КАЗТРУБСТРОЙ выпускаем более 20 000 тонн полиэтиленовых труб и фитингов. Наша продукция востребована в различных регионах России.
  • Leave a Reply