Dhallywood News

  • Home
  • ঢালিউড
  • শাকিব খানকে অপুর প্রথম সন্তান উপহার!
Image

শাকিব খানকে অপুর প্রথম সন্তান উপহার!

ঢালিউড সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি ও তারকা দম্পতি অপু বিশ্বাস ও শাকিব খান।  এই তারকা জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা।  একটি-দুটি নয়, প্রায় ৭০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তারা। যদিও এখন দুজনেই হাঁটছেন ভিন্ন পথে।

অপু বিশ্বাস চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেও শাকিব খান এখন বাংলার মেগাস্টার। এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রের ভরসার জায়গায় রয়েছে তার নাম।  বিগ বাজেটের সিনেমা নির্মাণ করতে গেলে সবার আগে শাকিবের নাম আসে।

মঙ্গলবার (২৮ মে) অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন শাকিব। আর এদিন তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।  দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা।  ভক্তরা এই জুটিকে সবসময়ই চান একসঙ্গে দেখতে।  

শাকিব-অপুর প্রথম বিয়ে! প্রথম সন্তান!

এদিন অপু বিশ্বাস তার ফেসবুকে রজতজয়ন্তী উপলক্ষে একটি সংবাদ গণমাধ্যমে শাকিবকে নিয়ে করা প্রতিবেদনের ছবি শেয়ার করে ক্যাপশনে অপু লিখেছেন— ৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং তাদের সন্তান আব্রাহান খান জয়। এরপর শাকিব খানকে উদ্দেশ করে চিত্রনায়িকা লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।

অপুর এমন স্ট্যাটাসে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। ৭২টি ছবির কথা লিখে এই জুটির নির্মিত সিনেমার সংখ্যা বোঝানোর চেষ্টা করেছেন অপু।

তবে ‘কোটি টাকার কাবিন’ আর ‘ওয়াইফ’ লিখে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েও ভক্তদের মধ্যে অনেক রহস্য।তৈরী হয়েছে। এ ছাড়া স্ত্রী ও তাদের সন্তানের কথা সবারই জানা।

শাকিব খানকে অপুর প্রথম সন্তান উপহার!

অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস। জানালেন, সিনেমায় শাকিব খানের ২৫ বছরের জীবনের সঙ্গে তার অনেক কিছুই জড়িয়ে আছে। যেটি স্ট্যাটাসে ভালোবাসা মিশিয়ে আলাদা আলাদা করে লিখেছেন তিনি।

অপু বলেন, আমার সঙ্গে শাকিব খানের প্রথম ছবি ‘কোটি টাকার কাবিন’। তার আগে তিনি অনেক ছবিই করেছেন। কিন্তু এই ‘কোটি টাকার কাবিন’ ছবিই শাকিবের অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট। শাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ ৭২টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি। তার জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম। তার প্রথম স্ত্রীও আমি। আমিই তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি। তাই আমি মনে করি, শাকিব খানের অভিনয় জীবনের সফলতার ২৫ বছরের পথে পথে আমিও জড়িয়ে আছি সেই সফলতায়।

আরও পড়ুন

এই বিশেষ দিনে শাকিব খানকে সরাসরি শুভেচ্ছা জানানো হয়েছে কি না জানতে চাইলে অপু বলেন, সেটা তো বলা যাবে না। আর আমি তো ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছি।

তিনি আরও বলেন, শাকিব খান আমার সন্তানের বাবা। সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি। দোয়া করছি, এই সফলতা আরও দ্বিগুণ হোক। শাকিবের এই সফলতার চাকা আরও ২৫ বছর গড়িয়ে চলুক, আমি তার সন্তানের মা হিসেবে, তার একজন সহশিল্পী হিসেবে এটাই চাইব।

তবে শাকিব-অপু বর্তমানে একসাথে সংসার না করলেও সন্তানের জন্য দেখা সাক্ষাৎ হয় দুজনের। বরাবরই ছেলে জয়কে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করেন শাকিব-অপু।

শাকিব খানকে অপুর প্রথম সন্তান উপহার!

২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউড কিং খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাঁদের সন্তান আব্রাম খান জয়। শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। ‘কোটি টাকার কাবিন’ ছবি থেকেই শাকিব ও অপুর মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর, একসঙ্গে করেন ‘চাচ্চু’ ছবির শুটিং। ততদিনে তাঁদের ভালোবাসার সম্পর্ক আরও গাঢ় হয়ে ওঠে। এরই মাঝে কেটে গেছে নয়টি বছর। 

২০১৭ সালের ১০ এপ্রিলে একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। পরবর্তীতে স্ত্রী-সন্তানের কথা স্বীকার করে নেন শাকিব খান।

পরের বছর ২০১৮ সালের ১২ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হলো তাঁদের।

শাকিব খানকে অপুর প্রথম সন্তান উপহার!

ঢালিউড কিং শাকিব খান দেখতে দেখতে ২৫ বছর অতিক্রম করলেন। গত ২৮ মে এই অভিনেতার রজতজয়ন্তী উপলক্ষে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মী, নির্মাতা ও চলচ্চিত্রাঙ্গনের সবার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

তবে অভিনেতার রজতজয়ন্তীর উদযাপন থেকে নিজেকে বঞ্চিত করেননি অপু বিশ্বাস। অন্য সবার মতো সুপারস্টার শাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও।

অপু বিশ্বাসের ইউটিউভ অনুরাগীর সংখ্যা কম নয়।  সম্প্রতি এই নায়িকা ভক্তদের ভালোবাসায় হয়েছেন মিলিয়নিয়ার। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১০ লাখ অতিক্রম করেছে। এক বছর পূরণ হওয়ার আগেই এই সাবস্ক্রাইবার হলো।

শাকিব খানকে অপুর প্রথম সন্তান উপহার!

১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করায় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে অপু বিশ্বাসকে গোল্ডেন প্লে বাটন দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ২২ মে) রাজধানীর একটি ক্যাফেতে কেক এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাটনটির মোড়ক উন্মোচন করেন অপু বিশ্বাস।

এদিকে বিশেষ দিনটিতে অপুকে শুভেচ্ছা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার কিছু ভক্তরা হাজির হন।

শায়েশা থেকে যে কোন ড্রেস অর্ডার করলেই পাবেন ডিস্কাউন্ট!

এক বছরের মাথায় পাওয়া এই সাফল্যে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। এ জন্য তার ফ্যান ফলোয়ারদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি অপু বিশ্বাস তার এই ইউটিউব চ্যানেলে নাটক ও সিনেমা প্রচার করারও ঘোষণা দেন।

আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করছি।

Releated Posts

জিৎ-রাজকে নিয়ে রাফীর ‘লায়ন’-এ ‘তুফান’ সংযোগ

রাজনৈতিক অস্থিরতায় দেশ যখন প্রায় লন্ডভন্ড, তখনই ঈদ ব্লকবাস্টার ‘তুফান’র জোরটাও কমে এলো। এর মধ্যেই বৈষম্যবিরোধী আন্দোলনে জন্ম…

ByByGazi ShajahanOct 3, 2024

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে ফাঁকা রাস্তায় ফেলে যান নির্মাতা

শোবিজে শক্ত অবস্থান গড়তে হলে নানা কুপ্রস্তাবের সম্মুখীন হতে হয় অভিনেত্রীদের। কেউ ক্যারিয়ার গড়ার লোভে পড়ে সেদিকে গা…

ByByGazi ShajahanSep 17, 2024

জেমসের গানে ‘শহীদ জিয়া’ বিতর্ক!

বলা হয়ে থাকে স্বাধীন বাংলাদেশ নিয়ে এর চেয়ে সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশাত্মবোধক গান আর সৃষ্টি হয়নি। যেটি হয়েছে…

ByByGazi ShajahanAug 21, 2024

খালেদা জিয়ার জীবন নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা!

‘আ ডটার্স টেল’ ছাড়াও গত ১৬ বছরে বেশ ক’টি সিনেমায় উঠে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনচিত্র। ১৩…

ByByGazi ShajahanAug 20, 2024

Leave a Reply