শাকিব খানের সিনেমা মানেই ধামাকা। তবে টিজার মুক্তির পর থেকে আলোচনাও চলছে বেশ। এবার নানা রকম সমালোচনাকে টপকে আনকাট সেন্সর পেল শাকিবের ‘তুফান’। আনকাট সেন্সর সার্টিফিকেটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে সিনেমার পরিচালক রায়হান রাফী লিখেছেন, ‘আনকাট সেন্সর তুফান। অগ্রিম টিকিট বুকিং-এর জন্য প্রস্তুতি নিয়ে নিন সবাই, আসছে তুফান।
আনকাট সেন্সর ছাড়পত্র পেল শাকিব খানের ‘তুফান’
একটি সিনেমা তৈরি করতে শুটিং, সম্পাদনা, ডাবিং সহ এমন অনেক কাজ থাকে। আর সেটি যদি হয় ঈদের ছবি, তবে তো কথাই নেই। প্রায় প্রতি ঈদেই আলোচিত ছবিগুলো শুটিং থেকে সেন্সর পর্যন্ত যেতে এক রকমের লেজে-গোবরে অবস্থা হয়ে যায়। তৈরি হয় অনিশ্চয়তা।
এ কারণেই হয়তো হাল ছেড়ে দিয়েছে ঈদের অন্যতম ছবি ‘জংলি’। তবে সংশ্লিষ্টরা জানিয়ে দিয়েছে, শত চেষ্টা করেও ঈদের আগে সব কাজ শেষ করতে পারছে না তারা।
ঈদে ছবি মুক্তি দেওয়া মানে রীতিমতো যুদ্ধে নামা। সেই যুদ্ধে অংশ নেওয়ার আগাম ঘোষণা দিয়েছিলো টিম ‘জংলি’। নায়ক সিয়ামের ‘তামিল’ লুক প্রকাশ করে দিয়েছিলো চমক ও সমালোচনার জন্ম। দ্রুতলয়ে এগিয়ে চলছিলো শুটিং ও সম্পাদনা। সঙ্গে নানাবিধ প্রচারণা ও গান তৈরির আভাস। তবে হঠাৎ করেই থেমে গেল সেই আগাম যুদ্ধের সাইরেন।
জুনের প্রথম দিন (১ জুন) নির্মাতা এম রাহিম জানান দিলেন, এই যুদ্ধ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা। অথচ ক’দিন আগেও (২৯ মার্চ) অ্যানাউন্সমেন্ট পোস্টারের মাধ্যমে ঈদে মুক্তির বিষয়টি চূড়ান্ত জানিয়েছে সংশ্লিষ্টরা। তাহলে কেন যুদ্ধের ঘোষণা দিয়েও আগাম পরাজয় মেনে নেওয়া!
অপর দিকে শাকিবের ‘তুফান’ একের পর এক ম্যাজিক দেখিয়ে চলেছেন। টিজার ছেড়ে তুলকালাম বাধিয়ে অনেকটা চোখের পলকে ছাড়পত্রও হাতে নিয়ে নিলেন ‘তুফান’-এর। যেন ঝড়ের গতিতে সব শেষ করে হাত-মুখ ধুয়ে আরাম করছেন ‘তুফান’ টিম!
আরও পড়ুন
- শাকিব খানকে অপুর প্রথম সন্তান উপহার!
- কোয়েল মল্লিককে এবার সিরিয়ালে দেখা যাবে
- পৃথিবীর শেষতম এই রাস্তায় একা একা হাঁটাচলা বা গাড়ি চালানো নিষিদ্ধ
‘জংলি’ নির্মাতা এম রাহিম কারণ হিসেবে জানালেন সময়-স্বল্পতার অজুহাত। বললেন, ‘টানা শুটিং করেছি আমরা। একই সঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়। প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে। এই মানের সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একেবারেই আনএথিক্যাল হবে। সেজন্যই আমরা পূর্বের ঘোষণা প্রত্যাহার করে নিলাম।’
অবশ্য কয়েকদিন ধরে মিডিয়া পাড়ায় আলোচনা চলছিল, শাকিব খানের ‘তুফান’ দাপটে যুদ্ধের ময়দান থেকে প্রত্যাহারের সিদ্ধান্তে গেছে ‘জংলি’ টিম! নির্মাতার অকপট জবাব, “তুফান’ আর ‘জংলি’ এক জনরার সিনেমা নয়। ‘তুফান’ আসবে– এটি জেনে-বুঝেই আমরা ঘোষণা দিয়েছিলাম। আমাদের মিউচুয়াল রেসপেক্ট আছে, ঘুরেফিরে তো একই টিম আমরা। ‘তুফান বনাম জংলি’ কখনোই আমরা সমর্থন করি না; বরং আমরা বিশ্বাস করি ‘তুফান ও জংলি’তে। ইন্ডাস্ট্রির স্বার্থে দুটি ছবিরই ভালো ব্যবসা করতে পারা উচিত। তাহলেই ইন্ডাস্ট্রি গ্রো করবে। আমাদের বাজার বড় হবে।”
জানা গেছে, তিনদিন আগেই সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ‘তুফান’। মঙ্গলবার (৪ জুন) রাতে সিনেমাটিকে মৌখিক ‘নো অবজেকশন’ জানানো হয়। তবে সবাইকে সুখবর দিয়ে বুধবার (৫ জুন) ছাড়পত্র পাওয়ার খবরটি জানা যায়।
শায়েশা থেকে যে কোন ড্রেস অর্ডার করলেই পাবেন ডিস্কাউন্ট!
মঙ্গলবার (৭ মে) অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছিল তুফানের ১ মিনিট ২২ সেকেন্ডের টিজার। অ্যাকশন আর রহস্যে ভরা পুরো সিনেমাতেই টান টান উত্তেজনা অনুভব করেছেন দর্শক। যদিও অনেক অ্যাকশন লুক রণবীর কাপুর ‘এনিম্যাল’ সিনেমার কপি সিনেমা বলে সমালোচনাও করেছে।
বড় বাজেটে নির্মিত ‘তুফান’ ‘তুফান’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও আয়নাবাজি সিনেমার নায়িকা মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।
‘তুফান’র প্রথম পোস্টারে কেবল শাকিব খানকে দেখানো হয়েছে। এরপর প্রথম টিজেও নায়িকাদের রাখা হয়েছে বঞ্চিত, আড়ালে। সে কারণেই হয়ত অভিমান করেছেন মিমি। যদিও আরেক নায়িকা মাসুমা রহমান নাবিলা পেশাদার ভূমিকাই পালন করছেন শুরু থেকে।
বলা হচ্ছে আলোচিত সিনেমা ‘তুফান’র প্রথম গান ‘লাগে উরাধুরা’র কথা। আগেই জানা গেছে, এটি গেয়েছেন হালের মিউজিক সেনসেশন প্রীতম হাসান। গানের দৃশ্যে প্রথমবারের মতো ড্যান্স-রসায়নে মজেছেন শাকিব খান ও কলকাতার মিমি চক্রবর্তী। তবে চমক হিসেবে হাজির হয়েছেন গায়ক প্রীতমও। জমকালো সেটে ধারণ করা এই ভিডিওতে শাকিব-মিমির সঙ্গে নেচেছেন তিনিও।
উল্লেখ্য, ‘লাগে উরাধুরা’ গানটির মূল কোরাসের সুর নেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ানের ‘মরার কোকিল’ গান থেকে। ওই সুরের ওপর নতুন লিরিক সংযোজন করা হয়েছে, যেটা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সুরের বিষয়ে প্রয়াত রাজ্জাক দেওয়ানের পুত্র কাজল দেওয়ানের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গানটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অন্তরা রায়।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা। ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি।