Dhallywood News

  • Home
  • ঢালিউড
  • ‘ময়ূরাক্ষী’র আইটেম গার্ল আলিশা ইসলাম
Image

‘ময়ূরাক্ষী’র আইটেম গার্ল আলিশা ইসলাম

আলিসার অ্যাক্টিং ক্যরিয়ার শুরু ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার মাধ্যমে।  ছবিটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি।  ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবির গল্প লিখেছেন রাজু আলীম আর চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য।  এরআগে তিনি কাজ করেছেন শুধু মিউজিক ভিডিও কিংবা বিজ্ঞাপনে! তাই কিছুটা ভয় ও চরম উত্তেজনা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল আলিশা কে! পরিচালকের ‘অ্যাকশন’ বলার সাথে সাথেই আলিশার ক্যারিয়ারে যেন এক অন্যরকম স্বপ্নযাত্রার সূচনা হয়েছিল!

‘ময়ূরাক্ষী’র আইটেম গার্ল আলিশা ইসলাম
‘ময়ূরাক্ষী’র আইটেম গার্ল আলিশা ইসলাম 5

তবে ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমা দিয়ে আলিশা অভিনয় শুরু করলেও পর্দায় আত্মপ্রকাশ করেন জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত হলিউড ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’ দিয়ে।  কিন্তু এখনো মুক্তি পায় নি ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমাটি।  তবে এবার তাকে দেখা গেলো একেবারেই ভিন্ন রুপে।  আইটেম গার্ল হিসেবে প্রথমবারের মতো আইটেম গানে কোমড় দুলিয়ে নেচেছেন আলিশা।  সেকাল-একালের বিভিন্ন রূপে দেখা গেছে তাকে। 

‘ময়ূরাক্ষী’র আইটেম গানে বাংলা সিনেমার পেইন্ট

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের আইটেম গান প্রকাশ্যে এলো।  লোকজ আঙ্গিকে সাজানো হয়েছে এটি।  আবহমান বাংলার লোকশিল্প রিকশাচিত্রে বাংলা সিনেমার সোনালি সময়ের আবহ তুলে ধরা হয়েছে এর ভিডিওতে।  গানটির শিরোনাম ‘বাজার’।

‘ময়ূরাক্ষী’র আইটেম গার্ল আলিশা ইসলাম
‘ময়ূরাক্ষী’র আইটেম গার্ল আলিশা ইসলাম 6

‘ময়ূরাক্ষী’র ফেসবুক পেজে বৃহস্পতিবার (৬ জুন) ২ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওটি প্রকাশিত হয়েছে।  গানের কথা হলো, ‘পিরিতির বাজার এহন আগের মতো নাই।’ নাদিম ভূঁইয়ার সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন শাকিলা সাকি।

গানটিতে নেচেছেন নবাগত চিত্রনায়িকা আলিশা ইসলাম।  সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘এমআর-৯: ডু অর ডাই’ শিরোনামের সিনেমা।  রাশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরাক্ষী’ সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন এই নবাগতা। গত (১৭ অক্টোবর) উত্তরার দিয়াবাড়িতে জাঁকালো আয়োজনে শুটিং হয়েছিল এই গানের।

আইটেম গান প্রসঙ্গে এই পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘এই গানে ‘‘ময়ূরাক্ষী’’ সিনেমার একটা থিম বোঝাতে চেয়েছি; যেখানে পিরিতের বাজার আগের মতো নাই! মানে আগে প্রেমের যে ধরন ছিল সেটা বদলে গেছে। স্কুল কিংবা বাসার গলিতে দাঁড়িয়ে প্রেমিকার জন্য অধীরভাবে এখন আর অপেক্ষা করতে হয় না। হাবভাব বদলে গেছে। এরকম কিছু বিষয়কে মাথায় রেখেই তৈরি করা হয়েছে গানটি।’

রুহুল আমিনের কোরিওগ্রাফিতে আলিশার পাশাপাশি আরোও ৫০ জন নৃত্যশিল্পী পারফর্ম করেছেন ‘ময়ূরাক্ষী’র আইটেম গানে। গানের দৈর্ঘ্য ২ মিনিট ৫ সেকেন্ড। এই সময়ের মধ্যেই অসংখ্যবার দেখা গেল ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে জায়গা করে নেওয়া ঢাকার রিকশা পেইন্ট। ঐতিহ্য আর আধুনিক সময়ের গান, ভিডিও ও গ্রাফিক্সে রিকশা পেইন্ট, বাংলা সিনেমার সোনালি সময়ও ফিরে এসেছে। ফেসবুকে বাংলা চলচ্চিত্রের গ্রুপে অনেক দর্শক আলিশার গ্ল্যামার ও নাচের প্রশংসা করেছেন। 

‘ময়ূরাক্ষী’র আইটেম গার্ল আলিশা ইসলাম
‘ময়ূরাক্ষী’র আইটেম গার্ল আলিশা ইসলাম 7

রাশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরাক্ষী’তে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপ। কিছু দিন আগে প্রকাশিত ছবিটির পোস্টারে তাদের রসায়নের একঝলক দেখা গেছে। এতে ট্যাগলাইন হিসেবে উল্লেখ রয়েছে, ‘বেইমান পাখির গল্প।’

পোস্টারের পর প্রকাশিত টিজারে দেখা যায়, ছিনতাইকারীর কবলে পড়ে একটি উড়োজাহাজ। পাইলট জরুরি অবতরণের অনুমতি চেয়েছে। এরপর সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, ছিনতাইকারী নিহত হয়েছে। শেষ দৃশ্যে উড়োজাহাজের কেবিনে পেছন থেকে এক তরুণকে দুই হাত উঁচু করতে দেখা যায়।

প্রেম ও প্রতারণার সত্যি ঘটনা অবলম্বনে ‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। রোমান্টিক ঘরানার থ্রিলার ধাঁচের ছবিটিতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল ও কস্তুরী চৌধুরী।

‘ময়ূরাক্ষী’র সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানও গেয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন মুহিন খান, পূর্ণতা ও তরসা। আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো।

‘ময়ূরাক্ষী’র আইটেম গার্ল আলিশা ইসলাম
‘ময়ূরাক্ষী’র আইটেম গার্ল আলিশা ইসলাম 8

মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ সুন্দরী প্রতিযোগিতা থেকে পথ চলা শুরু। এরপর হেঁটেছেন র‌্যাম্প, চলচ্চিত্রসহ মিডিয়া ইন্ডাস্ট্রির নানান অঙ্গনে।

প্রায় দেড় হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম রানারআপ হয়েছিলেন আলিশা ইসলাম। 

বিশ্বের সম্মানজনক ফ্যাশন উৎসব প্যারিস ফ্যাশন উইকে বাংলাদেশি মডেল হিসেবে র‌্যাম্পে হেঁটেছেন। অংশগ্রহণ করেছিলেন ইতালির মিলান ফ্যাশন উইকেও।

শায়েশা থেকে যে কোন ড্রেস অর্ডার করলেই পাবেন ডিস্কাউন্ট!

আলিশা বলেন, ছোটবেলা থেকে আমি অ্যাঞ্জেলিনা জোলির ভক্ত। সবসময় তার মতো হতে চাই। জোলির ‘সল্ট’ সিনেমাটি ৫/৬ বার দেখেছি।

সম্প্রতি নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মডেল ও অভিনেত্রী আলিশা ইসলাম। রয়েছেন সিনেমাগুলোর মহরতের অপেক্ষায়। এর আগে এ নিয়ে বিস্তারিত প্রকাশ করতে চাইছেন না তিনি।

আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করছি।

Releated Posts

জেমসের গানে ‘শহীদ জিয়া’ বিতর্ক!

বলা হয়ে থাকে স্বাধীন বাংলাদেশ নিয়ে এর চেয়ে সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশাত্মবোধক গান আর সৃষ্টি হয়নি। যেটি হয়েছে…

ByByGazi ShajahanAug 21, 2024

খালেদা জিয়ার জীবন নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা!

‘আ ডটার্স টেল’ ছাড়াও গত ১৬ বছরে বেশ ক’টি সিনেমায় উঠে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনচিত্র। ১৩…

ByByGazi ShajahanAug 20, 2024

টলিউড থেকেও বাদ পড়লেন ফেরদৌস!

বৈষম্যবিরোধী বিপ্লবের জেরে টলিউডের ‘মীর জাফর: চ্যাপ্টার টু’ সিনেমা থেকে বাদ পড়লেন ঢাকার প্রাক্তন এমপি চিত্রনায়ক ফেরদৌস। খবরটি…

ByBydhallywoodnews.comAug 19, 2024

মোস্তফা সরয়ার ফারুকী ‘শনিবার বিকেল’ মুক্তি পাবে!

সেন্সর বোর্ড নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর এই প্রতিক্রিয়া এটুকু স্পষ্ট, তিনি বিষয়টি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

ByBydhallywoodnews.comAug 19, 2024

Leave a Reply